প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে প্রশাসনের বিভিন্ন স্বৈরাচারের দোসররা আছে, যার ফলে শহীদ পরিবারগুলো তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১০টায় চট্টগ্রামের নিউমার্কেট হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, আমরা সারাদেশে পদযাত্রা করছি, সব শহীদ পরিবারের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই সমস্যা।। তিনি বলেন, "কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজ খবর নেওয়া হয়েছে। যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ তৈরি করেছি। দেখা যাচ্ছে, উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে এবং সেখানে অনেক ধরনের ঝামেলা এখনো হয়।"
এনসিপি আহ্বায়ক জোর দিয়ে বলেন, "প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে এবং শহীদ পরিবারগুলোর সম্মান পাওয়ার কথা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ শুনি।"
তিনি আরও স্পষ্ট করেন যে তারা কোনো দল হিসেবে শহীদ পরিবারদের কাছে আসেননি, বরং একটি পরিবারের সদস্য হিসেবে এসেছেন। নাহিদ ইসলাম বলেন, "আমরা এসেছি অভ্যুত্থানে আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। অবশ্যই শহীদ পরিবারদের—শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন।"
শহীদ ও আহতদের কল্যাণে এনসিপির পক্ষ থেকে একটি বিশেষ সেল গঠনের কথাও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, "আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ-আহত সেল করছি, সেটার অধীনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি। এটি আমরা স্থানীয় সংগঠনের মাধ্যমে করছি।"
জুলাইয়ের রাজনৈতিক ঘোষণাপত্র বা সনদ নিয়েও কথা বলেন তিনি। নাহিদ ইসলাম জানান, তারা এই সনদ নিয়ে সব সময় কথা বলছেন এবং আগামী ৩ আগস্ট ঢাকায় এ বিষয়ে একটি বড় কর্মসূচি পালন করবেন। তিনি আশা প্রকাশ করেন যে সরকার ৫ আগস্টের মধ্যে এই সনদ প্রদান করবে।
এ সময় চট্টগ্রামের শহীদ পরিবারের সদস্যরা এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর বেলা সাড়ে ১১টার দিকে এনসিপি নেতারা চট্টগ্রামের রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC