বুধবার ১৫ অক্টোবর, ২০২৫

প্রবাস জীবন

শেখ সজীব আহমেদ

প্রবাস জীবন
প্রবাস জীবন

ভুয়া ভিসায় মিথ্যা কথায়
পাঠিয়েছে দালালের দল,
অবৈধতায় প্রবাস জীবন
ফালাই আমি দু’চোখের জল!

কাজের সন্ধান করি আমি
পথে পথে ঘুরে ও ভাই,
কেমন করে মিলাবো কাজ?
পথ-ঘাট তেমন চেনা তো নাই!

কপালে আর সুখ সইলো না
কষ্টে কষ্টে যাচ্ছে রে দিন,
অনেক টাকা ঋণী আছি
কেমন করে শোধাবো ঋণ?

যদি কভু কাজ মিলে যায়
কঠোর শ্রম দিতে থাকি,
বেতন দেওয়ার সময় হলে
মহাজনে দেয় রে ফাঁকি!

ভিসা ঠিক নেই,পাসপোর্টও নেই
পুলিশ দিবে আমায় তাড়া,
দেশে আমার যাবে না লাশ
যদি কভু যাই রে মারা!

 

নাম:শেখ সজীব আহমেদ
আউটশাহী, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ
মোবাইল নম্বর:+৯৬০৯১২৩২৩১
আরও পড়ুন