এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

প্রথমবার বাংলাদেশের ঈদের নাটকে কলকাতার অভিনেত্রী

Darshana Banik
ছবি: ফেসবুক

কলকাতার দর্শনা বণিক ২০১৯ সালে শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবি দিয়ে বাংলাদেশে ক্যারিয়ার শুরু করেন। ছবিটি এখনো আলোর মুখ না দেখলেও দর্শনা অভিনীত দুটি ছবি (‘অপারেশন সুন্দরবন’ ও ‘ওমর’) মুক্তি পেয়েছে বাংলাদেশে।

এবার বাংলাদেশের টিভি নাটকেও অভিনয় করছেন দর্শনা। ইয়াশ রোহানের সঙ্গে রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকে দেখা যাবে তাঁকে।

বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যম কথা বলে দর্শনা বণিকের সঙ্গে।

জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন এসবিই নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

নাটকের প্রসঙ্গে পরিচালক রিংকু বলেন, ‘গল্পের কারণে দর্শনাকে নেওয়া। চরিত্রটিতে দর্শণার মতোই স্নিগ্ধ একজন মেয়েকে দরকার ছিল। পান্ডুলিপি পাঠানোর পর তিনি রাজিও হলেন।

নাটকের প্রসঙ্গে দর্শনা বণিক বলেন,  ভারতে বাংলাদেশি নাটকের প্রচুর ভক্ত রয়েছে। তার মধ্যে আমিও একজন। সময় পেলেই বাংলাদেশের নাটক দেখি। সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল অন্তত একটা হলেও নাটক করতে চাই। এবার যখন প্রস্তাব পেলাম, সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা হয়ে গেল। সুযোগ থাকলে সামনেও হয়তো বা আরও করতে পারি।