
বিনোদন ডেস্ক
ঢালিউডের হালের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ আবারও দর্শকদের সামনে আসছেন এক নতুন চমক নিয়ে। একটি নতুন বিজ্ঞাপনচিত্রে তাঁকে দেখা যাবে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথী। মডেলিং জগতে পরিচিত মুখ হলেও পর্দায় রাজের সঙ্গে তিথীর এই উপস্থিতি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।
সম্প্রতি কক্সবাজার-এর মনোরম ও বৈচিত্র্যময় কয়েকটি লোকেশনে টানা তিন দিন ধরে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন ফাহাদ খান।
বিজ্ঞাপনটি একটি শীতকালীন সৌন্দর্যবর্ধক পণ্যের প্রচারণা হলেও বড়সড় বাজেট ও পরিকল্পনার সমন্বয়ে এটি নির্মিত হয়েছে সিনেম্যাটিক আবহে। কাজটি নিয়ে রাজের পাশাপাশি তিথীর প্রত্যাশাও বেশ উঁচুতে।
শুটিং অভিজ্ঞতা সম্পর্কে শরিফুল রাজ বলেন, “বিজ্ঞাপনচিত্র হলেও কাজটি সিনেম্যাটিক টাচে করা হয়েছে। তিথী খুবই প্রতিভাবান, ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি দারুণ। কাজ করতে বেশ স্বচ্ছন্দ লেগেছে।”
অন্যদিকে তিথীর কাছেও এই কাজটি বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি বলেন, “রাজ ভাইয়ার সঙ্গে এই প্রথম অভিনয় করলাম। অনেক আগে থেকেই পরিচয় থাকলেও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। তিনি খুবই সহযোগিতা করেছেন, তাই কাজটা বেশ আনন্দদায়ক ছিল। কক্সবাজারে টানা তিন দিন শুটিং করেছি—দারুণ অভিজ্ঞতা। বিজ্ঞাপনটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ, কিছু বিশেষ কাজ থাকে, তার মধ্যে এটি একটি।”
নির্মাতার ভাষ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতেই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন মাধ্যমে প্রচারে আসবে।
এদিকে শরিফুল রাজ বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর নতুন সিনেমা ও ওটিটি প্রজেক্ট নিয়ে। অন্যদিকে তিথীও সমানতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেলিং ও অভিনয়কেন্দ্রিক নানা কাজে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC