
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রথমবারের মতো একটি ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু করেছে। এটি মূলত স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিষয়টি কর্মকর্তারা গতকাল রাত (৩ ডিসেম্বর) নিশ্চিত করেছেন।
পোর্টালটি বিডা সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়। এ সময় বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের উদ্বোধনের ঘোষণা দেন। তিনি জানান, নতুন এই সেবা বিডা ওয়েবসাইটে একটি পৃথক ফিচার হিসেবে চলবে এবং আজ থেকে এটি ব্যবহারযোগ্য।
বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ গণমাধ্যমকে বলেন, "পোর্টালটি তৈরি করা হয়েছে বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য। গত এক বছর ধরে স্থানীয় উদ্যোক্তারা প্রায়ই আমাদের কাছে এসেছেন বিদেশি বিনিয়োগকারী খুঁজে দেওয়ার জন্য।
একইসঙ্গে, বিদেশি বিনিয়োগকারীরাও আমাদের কাছে আসেন জানতে যে, তাদের জন্য আমরা একজন বাংলাদেশি উদ্যোক্তা খুঁজে দিতে পারি কি না, যার সঙ্গে তারা একটি জয়েন্ট ভেঞ্চার করতে পারবেন। কিন্তু সমস্যা হলো, কেউ কাউকে চেনে না। এই সমস্যার সমাধানের জন্য আমরা বিডা ওয়েবসাইটে একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে তারা সহজে সংযোগ স্থাপন করতে পারবে।"
তিনি স্থানীয় উদ্যোক্তাদের সক্রিয়ভাবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, "আপনারা এই ম্যাচমেকিং প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন এবং বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হন।"
উদ্যোক্তারা তিনটি সহজ ধাপে পোর্টালে নিবন্ধন করতে পারবেন:
একটি আইডি তৈরি করুন, উদ্যোক্তা প্রোফাইল সেটআপ করুন, মূল ব্যবসায়িক তথ্যসহ একটি প্রকল্প প্রোফাইল তৈরি করুন।
সব ধরনের প্রকল্পের ট্যাব: দেশের বিভিন্ন বিনিয়োগ-উপযোগী প্রকল্পের একটি সমন্বিত তালিকা।
ফলো-আপ সেকশন: সমস্ত যোগাযোগ এবং সংযোগ এক জায়গায় ট্র্যাক করার জন্য একটি বিশেষ স্থান।
এই টুলগুলো বিনিয়োগকারী–উদ্যোক্তা ইন্টারঅ্যাকশন সহজতর করার পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সমন্বয় বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC