অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার অভিনয় করতে চলেছেন ম্যাডক ফিল্মসের নতুন হরর কমেডি সিনেমা ‘থামা’তে। এরই মধ্যে ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী কয়েক বছরের সিনেমার তালিকা প্রকাশ করেছে। যা দর্শকদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। খবর: পিংকভিলা
জানা গেছে, ‘থামা’ সিনেমাতে রাশমিকার পাশাপাশি অভিনয় করছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।
নতুন বছরের শুরুতেই দিল্লিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সিনেমা মুক্তির তারিখ এখনো নিশ্চিত করেননি নির্মাতা আদিত্য সরপোতদার।
এদিকে আয়ুষ্মান খুরানা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন।
ছবিতে তাকে মুম্বাইয়ে চলচ্চিত্রটির ছোট একটি শুটিং শেষ করে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে দিল্লিতে সিনেমাটির বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্যের শুটিং শুরু হবে এবং জানুয়ারির প্রথম অর্ধেক পর্যন্ত চলবে এই শুটিং।
‘থামা’ চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ২০২৪ সালের অক্টোবর মাসে। সিনেমাটিতে রাশমিকা ও আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানাসহ আরও অনেকে।
আয়ুষ্মানকে সর্বশেষ দেখা যায় ২০২৩ সালে গৌরী জোশী ও রাজ শান্ডিল্য পরিচালিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমায়। ছবিটিতে আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করেন অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, বিজয় রাজসহ আরও অনেকে।
এদিকে, গত বছর মুক্তিপ্রাপ্ত সুকুমার পরিচালিত পুষ্পা ২ সিনেমাতে আল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন রাশমিকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC