
নিজস্ব প্রতিবেদক
প্রতীক বরাদ্দের পর কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বুধবার প্রতীক পাওয়ার পর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠে নেমে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তবে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের প্রচারণা তুলনামূলকভাবে কম চোখে পড়ছে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলি, হাতপাখা, লাঙলসহ বিভিন্ন প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে, পাড়া-মহল্লায়। বাড়ি বাড়ি গিয়ে তারা নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি দীর্ঘদিনের স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
নির্বাচনী প্রচারণাকে ঘিরে সভা-সমাবেশ, গণসংযোগ, কবর জিয়ারতসহ নানা কর্মসূচিতে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার রাজনীতি। জেলা জুড়ে বাড়ছে রাজনৈতিক তৎপরতা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার নির্বাচনি এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজার এলাকায় এক নির্বাচনী সমাবেশে অংশ নেন। সেখানে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
অন্যদিকে কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রচারণা কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সহিংসতার বিরুদ্ধে তার অবস্থানের কথা জানান।
একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি ভোটারদের কাছে শান্তি, সুশাসন ও উন্নয়নের বার্তা পৌঁছে দেন।
অন্যদিকে কুমিল্লা-৫ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে। নির্বাচনকে ঘিরে কুমিল্লা জুড়ে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC