জানুয়ারি ৫, ২০২৫

রবিবার ৫ জানুয়ারি, ২০২৫

প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত—বললেন বিএনপি নেতা

Heaven is sure if you mention Ziaur Rahman's name every day - said the BNP leader
ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা। এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে।  এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়। প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন, প্রতিটি পাড়ায়-পাড়ায় কিছু হুজুর আসে, আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয় তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই। জনগণের সঙ্গে প্রতারণা করেন নাই। দেশের মাটির সঙ্গে প্রতারণা করেন নাই।

স্থানীয় জামায়াতের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সঙ্গে ছিল। তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতায় এসেছে। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২শ করে ছোট লাঠি প্রস্তুত করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।’

এ বিষয়ে অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি নেতা কামরুল হুদা।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান মক্কা শরিফে হাজার হাজার হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা কি ভুল বলেছি।’

এ বিষয়ে রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি কামরুল হুদার ভাইরাল বক্তব্যটি এখনো শুনিনি। জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন কথাবার্তা থেকে বিরত থাকাই ভালো।