জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার ছুটি ঘোষণা

প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

তীব্র গরমে দেশের কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক চিঠি এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ওই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম ০৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে তীব্র তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, আবহাওয়া অফিস বুধবার জানিয়েছে, তাপমাত্রা বাড়ার আর কোনো আশঙ্কা নেই; বরং শনিবার নাগাদ তাপমাত্রা কমতে পারে। বৃষ্টিরও আভাস আছে।