বছরের সবচেয়ে আলোচিত সিনেমা 'তুফান'-এর টিজার প্রকাশের পর থেকেই যেন বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়েছে।
মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজার দর্শকদের মনে জাগিয়ে তুলেছে অভূতপূর্ব উত্তেজনা। শাকিব খানের একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় - সব মিলিয়ে টিজারটি ভিন্ন বার্তা দিচ্ছে। তার সাথে চঞ্চল চৌধুরীর উপস্থিতি যেন আরও এক মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার (৭ মে) বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের পর থেকেই তুমুল আলোড়ন শুরু হয়েছে। টিজারের নিচে ভরে উঠেছে প্রশংসার ঝড়।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, বড় পর্দা মানেই শাকিব খান। এই ঈদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন তিনি। সঙ্গে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই থাকবেন। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC