জানুয়ারি ২১, ২০২৫

মঙ্গলবার ২১ জানুয়ারি, ২০২৫

প্রকাশে এলো ‘রিকশা গার্ল’-এর প্রথম গান

The first song of 'Rickshaw Girl' was released
ছবি: সংগৃহীত

অমিতাভ রেজা চৌধুরী নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রিকশা গার্ল’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ২৪ জানুয়ারি (শুক্রবার)। এ উপলক্ষে হাফ স্টপ ডাউন অনলাইনে প্রকাশ করলো সিনেমাটির প্রথম গান ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।

গানটি বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হিসেবে প্রকাশিত হয়েছে।

একজন স্বপ্নবাজ তরুণী নাঈমার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। চরিত্রটি জীবিকার তাগিদে ঢাকা শহরে রিকশাচালক হিসেবে কাজ করে। একসময় একটি কর্মশালা থেকে রিকশাচিত্র এঁকে সে তার স্বপ্নপূরণ করে।

মূলত ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ গান হলেও এটি নাঈমার স্বপ্নপূরণের পথে তার সংগ্রাম ও সফলতার প্রতি একটি প্রার্থনা।

২০২৩ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় রিকশাচিত্র ও রিকশা। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের এক অনন্য গৌরবময় পরিচয় হিসেবে এই ঐতিহ্যকে তুলে ধরা হয়।

মিতালি পারকিন্সের একই নামের উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত হলেও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিকশাচিত্রের কল্পনাপ্রবণ জগতকে নাঈমার শিল্পীসত্তার মাধ্যমে বাস্তবতার সঙ্গে মিশিয়ে গভীরভাবে উপস্থাপন করেছেন।

গানটি সম্পর্কে সিনেমাটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান বলেন, “শিশুদের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশি রিকশা বিশ্বের যেকোনো জায়গার থেকে আলাদা। রঙিন, কল্পনাময় চিত্রগুলো বাংলাদেশি হিসেবে আমাদের জন্য গর্বের প্রতীক। চলচ্চিত্রের প্রথম প্রকাশিত মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা এই শহুরে-লোকজ ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সৃষ্টিশীলতাকে সম্মান জানাতে চেয়েছি।”

তিনি আরও বলেন, “ডিজিটাল প্রিন্টিংয়ের অগ্রগতির কারণে রিকশাচিত্রের চল এখন প্রায় নেই বললেই চলে। আমাদের চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। আশা করি, এটি বিশ্বজুড়ে যেমন সবার মন ছুঁয়েছে, তেমনিভাবে নাঈমার নিজ দেশের মানুষেরও হৃদয় স্পর্শ করবে।”

উল্লেখ্য, ‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।