কুমিল্লার লালমাই উপজেলায় হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিয়েছেন এক যুবলীগ নেতা। তার নাম আব্দুল মোতালেব।
জানা গেছে, চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন তিনি। মায়ের লাশ বহনের সময় তার হাতে হাতকড়া ছিল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আব্দুল মোতালেব কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক। গত ১২ ডিসেম্বর সকালে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।
মাকে শেষ বিদায় জানাতে আবেদনের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।
পুলিশি পাহারায় তিনি জানাজা ও দাফনে অংশ নেন। জানাজার নামাজ শেষে পুলিশি পাহারায় আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, 'তিনি একজন আসামি। নিরাপত্তার স্বার্থে নিয়ম অনুযায়ী তাকে হাতকড়া পরানো হয়েছে। তবে কোনো ডান্ডাবেড়ি পরানো হয়নি।'
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গত বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা নগরী থেকে আবদুল মোতালেবকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC