ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের বিজয় পাড়ায় দীর্ঘ দিন ধরে পানিবন্দি হাজারো মানুষ। এতে পানি বাহিত রোগবালাই ছড়িয়ে পড়ছে স্থানিয়দের মাঝে। বেড়েছে মশার উপদ্রব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর সভার উদ্যোগে কয়েক বছর আগে রাস্তা পাকাকরণ হলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি বন্দী হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। পানিতে ভাসছে ময়লা-আর্বজনা। যার উতকু গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে। এদিকে মশার অভয়ারন্যে পরিণত হওয়া এই পানিতে মানুষের জীবনের ঝুুঁকি বাড়িয়ে তোলেছে। অপরিকল্পিত নগরায়ণকেও দুষছেন কেউ কেউ।
এলাকাবাসীর দাবি, একাধিক বার আবেদন-মানববন্ধন করেও কোন কাজ হয়নি। সবাই কেবল প্রতিশ্রুতিই দিয়েই চলে যান।
স্থানিয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, ৫-৬ ধইরা অই এই অবস্থা। কতজন আইলো গেলো কিন্তু কাজ অইলো না।
আলিম উদ্দিন জানান, রাস্তা দিয়া চলতে আমাদের অনেক কষ্ট হয়। বৃষ্টি হইলে তো কোমড় পানি হইয়া যা। ঘর থেইক্কা বাইর অওনের জো থাহে না।
শিল্পী বেগম জানান, ঘরে মশার কারনে থাহা যায় না। পানির পঁচা গন্ধ করে। বাচ্চারা স্কুলে যাইতো ফারে না। আমরা কি করমু অহন কন।
আয়েশা আক্তার অভিযোগ করে বলেন, কোন কাজের লেইগ্যা ঘর থেইক্কা বাইর অইতে ফারি না। কিয়েক্টা অবস্থা দেহেন। মনে অইতাছে পানির মইধ্যে ঘর তুইল্লা থাহি। পৌর সভাত টেক্স দিলে কি অইবো, কোন কাম হেরা করছে না। একটা ড্রেইন করলে এই পানি থাকত না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজিব চৌধুরী জানান, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এলাকাবাসীর দূর্ভোগ লাঘবের জন্য। ইতিমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নির্মানের জন্য আমরা আবেদন করেছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC