দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুমিল্লার বুড়িচং উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। গতকাল (২১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে, যা বুড়িচংবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২-এর ৯(১) ধারা অনুযায়ী বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে তিনি স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
একই সঙ্গে, বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসককে জরুরি ভিত্তিতে ওয়ার্ড বিভাজন ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নবনিযুক্ত পৌরসভার প্রশাসক তানভীর হোসেন জানান, তিনি মন্ত্রণালয় থেকে চিঠি হাতে পেয়েছেন। তিনি বলেন, "আইন ও নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে আমি কাজ শুরু করব।"
বুড়িচং পৌরসভা গঠনের এই সিদ্ধান্ত স্থানীয় উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। সাধারণ জনগণ আশা করছেন, এর ফলে এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC