শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য পেনশন স্কিম ব্যবস্থা চালু করা হবে। যাতে পরবর্তীতে তাদের দুর্বিষহ জীবন যাপন করতে না হয়।
আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীতে সরকার কর্তৃক পোশাক শিল্প শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের শিল্পখাত বাঁচিয়ে রাখতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের কাজ করতে আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। একই সঙ্গে অনুষ্ঠানে পোশাক খাতে যেন উৎপাদন ব্যাহত না হয় সে লক্ষ্যে মালিক ও শ্রমিকদের আহ্বান জানান তিনি।
গার্মেন্টস শ্রমিকদের নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের জন্যও পেনশন স্কিম ব্যবস্থা চালু করা হবে।
পোশাক শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার পর এবারই প্রথম ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেয়া হয় গার্মেন্টস শ্রমিকদের।
আজ দুপুরে গাজীপুরের টঙ্গীতে জাবের জুবায়ের ফেব্রিক্স কারখানায় এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে বিজিএমইর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কম্বসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচ এমন শফিকুজ্জাম, বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC