ঈদ-উল-ফিতরে অন্যান্য শিল্পী যখন একের পর এক নতুন কাজ নিয়ে ব্যস্ত, তখন ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি ছিলেন অনেকটা নীরব। তার অভিনীত পুরনো একটি নাটক প্রচারিত হলেও নতুন কোনো কাজ সেভাবে চোখে পড়েনি। তবে ঈদের সেই নীরবতা ভেঙে সমালোচনার ঝড় উঠেছে অভিনেত্রীকে ঘিরে।
সম্প্রতি ইয়ামাহার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। সেখানে তার পরিবেশিত নৃত্যের পোশাক এবং নাচের কিছু ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেটিজেনদের অনেকেই তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ মন্তব্য করেছেন, ‘নিজেকে যেন বলিউড অভিনেত্রী মনে করছেন!’ আবার কেউ বলেছেন, ‘তিনি এখন নাটকে অভিনয় করেন এবং তার একটি দর্শকশ্রেণী তৈরি হয়েছে। এসব বিষয়ে তার আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল।’ এমনকি ‘এত স্বচ্ছ পোশাক তিনি কীভাবে পরেন’, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।
এই সমালোচনা নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি জানিয়েছেন, ভিডিওটি যিনি প্রকাশ করেছেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ভুলভাবে উপস্থাপন করেছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা খান মাহি বলেন, ‘আমি অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টা নেচেছি। পুরো নাচের বিভিন্ন মুদ্রা থেকে কয়েকটি অংশ কেটে নিয়ে জুম করে প্রকাশ করা হয়েছে, যা দেখতে খুবই খারাপ লাগছে। এমনটা করা মোটেও উচিত নয়।’
সমালোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হচ্ছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই।’
পোশাকের বিষয়ে অভিনেত্রী স্পষ্ট করে জানান, ‘অনেকের মনে হয়েছে নাচের পোশাকের ভেতরে আমি কিছুই পরিনি। কিন্তু আসলে তা নয়। নাচের পোশাকের ভেতরে আমি আরও দুটি পোশাক পরেছিলাম। পোশাকটি একদম শরীর-ফিটিং হওয়ার কারণে হয়তো এমন মনে হয়েছে।’
পোশাকের সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই যে চাইলেই নিজের মতো করে সবকিছু করতে পারব। আমি এই পোশাকটি রিহার্সেলের সময় পেয়েছি, তাও একদিন আগে। এটি পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না।’
এদিকে, বিতর্কের মধ্যেই সামিরা খান মাহি বর্তমানে একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিং করছেন। ‘থার্স ডে নাইট’ শিরোনামের এই গল্পটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC