পোশাকশ্রমিকদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে প্রতি বছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হতো, এবার তাতে নিম্নতম মজুরির ৪ শতাংশ যুক্ত করা হয়েছে। এই ইনক্রিমেন্ট জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর হবে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টস খাতে যে অস্থিরতা ছিল তা আর থাকবে না।”
এ সময় উপদেষ্টা জানান, পোশাক খাত নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। তবে সরকার এবং সংশ্লিষ্ট পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই খাত এগিয়ে নেওয়া হচ্ছে।
বৈঠকে উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা ১০ শতাংশ ইনক্রিমেন্টের দাবি তুললেও মালিকপক্ষ ৮ শতাংশের পক্ষে ছিলেন। শেষমেশ আলোচনা শেষে ৯ শতাংশ ইনক্রিমেন্টে সবাই একমত হন। মালিক, শ্রমিক এবং সরকারপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে যৌথ ঘোষণায় সই করেন।