বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দু-একদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার। আজ শুক্রবার (১৯ মে) সকালে রংপুরে দুই দিনের সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। পেঁয়াজের দাম অনেক বেড়েছে। সেদিকে আমরা লক্ষ্য রাখছি। একইসঙ্গে চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, যদি দু-একদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমে তাহলে ভারত থেকে আমদানি করা হবে।
এদিকে, কাঁচা বাজার নিয়ন্ত্রণ টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই। কাঁচা বাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করিনা, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সবমিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচা বাজার উঠানামা করে, কখনো শাক-সবজির দাম বাড়ে আবার কমে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC