কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পৃথক দুইটি অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৮০ বোতল এস্কাফ সিরাপ ও ০১টি সিএনজি উদ্ধারসহ ০১জন আসামী গ্রেফতার করা হয়েছে।
গত ০১/১০/২০২৩ খ্রিঃ তারিখ সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউনিয়নের উলুইন সাকিনস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের পশ্চিম পাশে হিরন মার্কেটের কবির ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর ডিবি পুলিশের অভিযানে একটি রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর একটি অভিযানে গত ০২/১০/২০২৩ খ্রিঃ তারিখ কোতোয়ালী মডেল থানাধীন ছোটরা সাকিনস্থ চিড়িয়াখানা রোডের চিড়িয়াখানার গেইট এর সামনে ডিবি পুলিশের অভিযানে মোঃ মিঠু (২৫) নামে একজনকে ৮০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের এই অভিযানে কুমিল্লায় মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC