আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠীর মাধ্যমে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবী আরাধনার উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
অন্যান্য বছরের ন্যায় এবারও চান্দিনা পৌরসভার হারং গ্রামের ৩নং ওয়ার্ডে এ বছর চারটি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। তবে পূজা মন্ডপের যাতায়াতের জন্য ভাঙাচোরা সড়কের কারণে পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক মেরামতের জন্য এগিয়ে আসলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। তিনি অস্থায়ী সমাধান হিসেবে রাস্তায় রাবিস ও কংক্রিট ফেলে চলাচলের উপযোগী করেন। পাশাপাশি চলতি বছরের মধ্যেই সড়কটি পূর্ণাঙ্গভাবে নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
রাস্তাটির কাজ পরিদর্শনে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভা ৩নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ, সেক্রেটারি আব্দুস সাত্তার, ইসলামী ছাত্রশিবির ৩নং ওয়ার্ডের সভাপতি রিয়াদুল ইসলাম শাওন, হারং সমাজকল্যাণ পরিষদের সদস্য তানিম হাসান, ইব্রাহিম খলিল, আজাদ, মাজেদসহ অন্যরা সেখানে উপস্থিত থেকে উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়রা জানান, ইউএনও’র উদ্যোগে সাময়িক স্বস্তি ফিরলেও তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটির পূর্ণনির্মাণ চান। এতে পূজাসহ অন্যান্য সময়ে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC