ভারতীয় বাংলার ছোট পর্দার পরিচিত মুখ, জনপ্রিয় খলনায়িকা মিশমি দাস। বরাবরই তিনি আলোচনার কেন্দ্রে থাকেন, তা সে তাঁর সাহসী পোশাকের জন্যই হোক বা স্পষ্টবাদী মন্তব্যের জন্য। এবার প্রেম এবং পুরুষদের নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে টলিপাড়ায়। প্রেম ভেঙে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে মিশমি পুরুষদের 'অসংবেদনশীল' এবং 'বোঝার ক্ষমতা কম' বলে আখ্যা দিয়েছেন।
ব্যক্তিগত জীবনে প্রেম ভেঙে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে মিশমি জানিয়েছেন, "ভগবান নারী আর পুরুষ বানিয়েছেন। এটা ভগবানের ভুল। পুরুষরা অসংবেদনশীল। ওদের বোঝার ক্ষমতা কম।" বহু বছর ধরে একা থাকার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, যেখানে বোঝার ক্ষমতাই কম, সেখানে এমন পুরুষ তাঁর জীবনে নিষ্প্রয়োজন।
তবে কি আর প্রেম করবেন না মিশমি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, সংবেদনশীল একজন মানুষের জন্য তিনি ৭০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে রাজি। "সংবেদনশীল কাউকে ৬০ বছরে পেতে পারি বা ৭০ বছর বয়সেও পেতে পারি। সেই আশা আছে। কিন্তু এখন কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি। সন্ন্যাসিনী হয়ে যাব বলে মনে হয়," মিশমির এই মন্তব্য তাঁর হতাশারই প্রতিচ্ছবি।
মিশমি দাস অভিনেতা বিশাল ভানের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা ছিল না। কাজ থেকে বিরতি নিয়ে গোয়ায় একসঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। মূলত সেখানেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। যদিও কী কারণে এই সম্পর্ক ভেঙেছে, তা স্পষ্ট করে জানাতে রাজি নন মিশমি। এর আগে ২০২৩ সালে তিনি বলেছিলেন, "অর্থ আর ভালোবাসার পেছনে ছুটে লাভ নেই।"
মিশমি শুধু কথায় নন, পোশাকেও বরাবর সাহসী। খোলামেলা পোশাকের পাশাপাশি বিকিনি পরেও তিনি এর আগে আলোচনার জন্ম দিয়েছেন। অভিনয়ের ক্ষেত্রেও মিশমি সফল। 'আমাদের এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। বর্তমানে তাঁর 'ফুলকি' ধারাবাহিকটিও বেশ জনপ্রিয়। সম্প্রতি এটি ৭০০ পর্ব পার করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC