কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুঁটি মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ঘাতক স্বামী নিজেই থানায় গিয়ে ঘটনার বর্ণনা দেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার সংলগ্ন উত্তর ত্রিশ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।
ঘাতক স্বামী বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি মেডিসিন কোম্পানির প্রতিনিধি হিসেবে কোম্পানীগঞ্জ এলাকায় কর্মরত ছিলেন এবং আড়াই বছর ধরে উত্তর ত্রিশ গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাছির উদ্দিন বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় ফেরেন। মাছ কাটতে বললে মৌসুমী তা করতে অস্বীকৃতি জানান এবং রাগের মাথায় মাছ ছুড়ে মারেন স্বামীর দিকে।
এতে উত্তেজিত হয়ে বাছির উদ্দিন তার স্ত্রীকে গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর তিনি নিজেই মুরাদনগর থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, "প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, পরে খোঁজ নিয়ে নিশ্চিত হই যে ঘটনাটি সত্য। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বাছির উদ্দিন থানার হেফাজতে রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC