দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত রোগ পীতজ্বর বা ইয়েলো ফিভার। পরিস্থিতি বিবেচনায়, দেশটির সরকার বুধবার (১৬ এপ্রিল) দেশজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, এডিস ও হেমাগোগাস মশার কামড়ে সংক্রমিত এই রোগের জীবাণু দ্রুত বিস্তার লাভ করছে। উদ্বেগের বিষয় হলো, এই রোগের mortality rate বা মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। পূর্বে গ্রামীণ অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে ভাইরাসটি শহরাঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো হারামিল্লো এই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তিনি জানান, গত বছর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ জন পীতজ্বরে আক্রান্ত হয়েছেন এবং সরকারের কাছে ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুধু স্বাস্থ্য বিষয়ক নয়, অর্থনৈতিক জরুরি অবস্থাও ঘোষণা করেছেন। একইসাথে তিনি দেশের সকল নাগরিকদের দ্রুত টিকা নেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট পেত্রো বিশেষভাবে সতর্ক করে বলেছেন, যারা এখনও পীতজ্বরের টিকা গ্রহণ করেননি, তারা ইস্টার্ন হলিডেতে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে কফি উৎপাদন অঞ্চলে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC