ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে অবাক করার বিষয়, স্বর্ণের দুল ভেবে ছিনতাই করলেও গৃহবধূর কানের দুল দুটি ছিল আসলে ইমিটেশনের। পুরো ঘটনাটি পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ওই গৃহবধূ হলেন স্থানীয় বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস (৩৫)।
তিনি প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে চড়ে দুই ছিনতাইকারী সেখানে আসে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে যায় তারা।
ঘটনার বর্ণনা দিয়ে গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, "প্রতিদিনই আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুইজনে আসে। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়েছি।"
গৃহবধূর স্বামী বিষু দাস বলেন, "আমি অনেক রাতে ঘুমিয়েছি। তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এরমধ্যে আমাকে ডেকে তোলা হয়। পরে রাস্তার সামনে আমার দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি। সেখানে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই যুবক আসেন। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দিয়ে ছিনিয়ে নেন। এ সময় সামনের যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।"
বিষু দাস আরও জানান, কেবল এই ঘটনাই নয়; অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাতেও একইভাবে গত তিনদিনে আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "খুব দ্রুত এদের আটক করা না হলে এরা এমন আরও ঘটনা ঘটাতে পারে।"
এদিকে, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি খোঁজ নিয়ে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC