বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সরাইল ইউএনও’র উপহার

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদের অর্থায়নে পিছিয়ে পড়া জনপদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও ড্রামসেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার প্রত্যন্ত এলাকা পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ মোশারফ হোসাইন।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও মোঃ মোশারফ হোসাইন বলেন, “পিছিয়ে পড়া জনপদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পর্যায়ক্রমে সরাইল উপজেলার অন্যান্য এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানেও এসব উপকরণ বিতরণ করা হবে।”

আরও পড়ুন