
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, পিআর এদেশের মানুষ বুঝে না, পিআর মানে নির্বাচন হবে নবীনগরে এমপি হবে ঢাকার! আমরা চাই নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন।
শনিবার বিকালে (৩০ আগস্ট ২০২৫) নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. বিল্লাল মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য ও এমপি পদ প্রার্থীকে এম মামুন অর রশিদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের উপদেষ্টা সাইফুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য কামাল হোসেন কামাল, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, পৌর কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, এমদাদুল হক, জীবন বাবুর্চিসহ অন্যান্যরা।