জুলাই ৬, ২০২৫

রবিবার ৬ জুলাই, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ তৈরি হবে না: কুমিল্লায় জামায়াত নেতা ডা. তাহের

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের/ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না।

গতকাল শনিবার (৫ জুলাই) রাতে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লার একটি অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. তাহের তার বক্তব্যে আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টিতেই পিআর পদ্ধতি চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুসরণ করা হয়। উন্নত বিশ্বে এই পদ্ধতির জনপ্রিয়তা বিশেষভাবে লক্ষণীয়। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডি-এর ৩৬টি সদস্য দেশের মধ্যে প্রায় ৭০ শতাংশ, অর্থাৎ ২৫টি দেশই এই পদ্ধতি অনুসরণ করে।

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এই পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এর ফলস্বরূপ, ভবিষ্যতে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না এবং জনগণ জুলুম-নির্যাতন থেকে মুক্তি পাবে।”

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান, ও কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমির মাওলানা মু. ইব্রাহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, এম ইউসুফ, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম, পৌরসভা নায়েবে আমির কাজী মো. ইয়াছিন এবং সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল।

আরও পড়ুন