কিংবদন্তি সংগীতশিল্পী এলটন জন পা পিছলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি। বাড়ির মেঝের ওপর হোঁচট খেয়ে পড়ে পায়ে সামান্য চোট লাগে তার। সঙ্গে সঙ্গেই হাসপাতালে যান তিনি। একরাত সেখানে ভর্তিও ছিলেন বলে জানা গেছে।
সংগীতশিল্পীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়ির মেঝেতে হোঁচট খেয়ে পড়ে যান এটলন। সামান্যই আঘাত লাগে তার। চিকিৎসকরা জানান, তিনি একেবারেই সুস্থ রয়েছেন। একরাত হাসপাতালে থাকলেও আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে নিজের বাড়িতেই রয়েছেন এলটন জন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC