
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে শনিবার রাত ৭টা ১৫ মিনিটের দিকে। এলডিপির দাবি—এটি ছিল পরিকল্পিত হামলা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের শান্তিপূর্ণ গণসংযোগে প্রতিপক্ষ বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর ইউনিয়ন এলডিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় তারা দলের মহাসচিব ও কুমিল্লাু৭ (চান্দিনা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমীর নেতৃত্বে দলীয় কর্মীরা বাজার এলাকায় গণসংযোগে যান। একপর্যায়ে তারা এলডিপির কার্যালয়ের সামনে এসে “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও” এবং “এই এলাকায় সন্ত্রাসীদের আস্তানা থাকবে না”—এমন স্লোগান দিতে থাকেন। তখন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে দ্রুত ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
এব্যাপারে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর জানান- ‘আমাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভা দলীয় কার্যালয়ে চলছিলো। ইসলামী আন্দোলনের কর্মীরা ইচ্ছাকৃতভাবে আমাদের কার্যালয়ের সামনে জড়ো হয়ে উস্কানীমূলক স্লোগান দেয়। তারা আমাদের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। ইট-পাটকেলের আঘাতে ইউনিয়ন এলডিপির উপদেষ্টা দুলাল হোসেন (৫০) এবং ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ রবিন (২৪) আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার প্রচার ও মিডিয়া উপকমিটি সমন্বয়কারি মাওলানা জোবায়ের খান ফরাজী বলেন- ‘ শান্তিপূর্ণ গণসংযোগে সন্ত্রাসী হামলা চালায় এলডিপি। তারা আমাদের প্রার্থী মুফতী এহতেমুল হক কাসেমীর উপর হামলা চালানোর চেষ্টা করে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ঘটনার বিষয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমী বলেন, এশার নামাজের কিছু আগে আমরা কৈলাইন নতুন বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করি। গণসংযোগ শেষে মিছিলসহ ফেরার পথে এলডিপি’র এক নেতা বাবর পেছন দিক থেকে আমাদের উদ্দেশে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকে এবং মিছিলের পেছনের অংশে থাকা আমাদের কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়। সে আরও “দালাল দালাল” বলে উত্তেজনা সৃষ্টি করে।
তিনি দাবি করে আরও বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানাই এবং বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসি। কারণ আমরা সেখানে কোনো প্রকার সংঘর্ষে জড়াতে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাইনি; আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র শান্তিপূর্ণভাবে গণসংযোগ করা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমী হাত উঁচিয়ে স্লোগান দিতে দিতে বাজারে হাঁটছেন। তাঁর অনুসারীরাও স্লোগান দিচ্ছেন—“সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন- এ বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি বা লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC