দেশে ফিরলেন পায়ে হেঁটে ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া কুমিল্লার যুবক আলিফ মাহমুদ আদিব।
আজ সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
দেশে ফিরে আলিফ মাহমুদ বলেন, ‘অবশেষে মক্কা ছেড়ে দেশে ফিরে এসেছি। এটি একদিক দিয়ে কষ্ট, আরেকদিক দিয়ে আনন্দের এই কারণে যে আমি দেশে ফিরে আসতে পেরেছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‘ইচ্ছে আছে আরো বহু দেশ ভ্রমণ করবো, নিজের মত করে একটি মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করবো, অসহায় গরিবদের পাশে দাঁড়াবো। পথশিশুদের জন্য কিছু করবো।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে। দীর্ঘ ৯ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, আর আমিরাত হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর মক্কায় পৌঁছে পবিত্র হজ আদায় করেন।