পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে তিনি। বর্তমানে পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মরিয়ম।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএমএল-এনের প্রেসিডেন্ট ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসেবে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করেন।
নওয়াজ শরিফের ভাই ও মরিয়মের চাচা শাহবাজ নিজেও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। নওয়াজ শরিফও একসময় প্রদেশটির মুখমন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এর একটি পাঞ্জাব।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তান নির্বাচন কমিশনের (পিইসি) ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা গেছে, ২৯৭টি আসনের (একটি স্থগিত) পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নওয়াজের দল ১৩৭ আসনে জয় পেয়েছে, একক দল হিসেবে যা সর্বোচ্চ। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০ আসন।
পাঞ্জাবে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৩৮ আসনে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রার্থীদের মধ্যে ১১৬ জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থন পেয়েছেন। অন্য ২২ জন নির্দলীয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC