
পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের স্থলাভিষিক্ত হলেন।
মোহাম্মদ রিজওয়ানকে কেন অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো কারণ জানায়নি। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে যে ইসলামাবাদে নির্বাচক কমিটি এবং পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের বৈঠকের পরই এই নতুন অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে।
এর আগেও আফ্রিদি পাকিস্তানের টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনি প্রথমবার নেতৃত্ব দেন, যেখানে পাকিস্তান ৪-১ ব্যবধানে হেরেছিল। এর কয়েক মাস পরই তাকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আফ্রিদির ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে। সিরিজের তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৪, ৬ ও ৮ নভেম্বর।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজম নেতৃত্ব ছাড়লে মোহাম্মদ রিজওয়ান দায়িত্ব পান। ২০২৪ সালে ওয়ানডেতে তার নেতৃত্বে পাকিস্তান দারুণ শুরু করে। রিজওয়ানের অধীনে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা তিনটি সিরিজ জেতে পাকিস্তান।
তবে এ বছরের শুরুতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে যায় পাকিস্তান। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। গত মার্চে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ হারে রিজওয়ানের দল। টানা এই চার সিরিজের ব্যর্থতার কারণেই তাকে নেতৃত্ব হারাতে হলো।
সব মিলিয়ে রিজওয়ান মোট ২০টি ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে পাকিস্তান ৯টি ম্যাচে জয়লাভ করে এবং ১১টি ম্যাচে হারের স্বাদ পায়।