বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

পাকিস্তানে কাটানো সময়ই বদলে দেয় জীবনদর্শন, ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Time spent in Pakistan changed his life philosophy, American TikTok star converts to Islam
পাকিস্তানে কাটানো সময়ই বদলে দেয় জীবনদর্শন, ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা/ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস পাকিস্তান সফরের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, পাকিস্তানে অবস্থানকালে দেশটির মানুষের আন্তরিকতা, সংস্কৃতি এবং ইসলামের শান্তি ও মানবিকতার বার্তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এসব অভিজ্ঞতার প্রভাবেই তিনি শেষ পর্যন্ত ইসলামকে জীবনের পথ হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।

ক্যানিয়ন মিম্বস এর আগে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি নন-রিলিজিয়াস বা ধর্মনিরপেক্ষ পরিবেশে বেড়ে ওঠেন। তবে পাকিস্তানে ভ্রমণের সময় স্থানীয় মানুষের আতিথেয়তা, পারস্পরিক সম্মানবোধ এবং ধর্মীয় মূল্যবোধের সংস্পর্শে এসে তার চিন্তাভাবনা ও জীবনদৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আসে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যানিয়ন বলেন, “পাকিস্তানে কাটানো সময় আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টা আমাকে বিশ্বাস, মানবতা এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।”

তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অসংখ্য মানুষ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ক্যানিয়ন মিম্বসের অভিজ্ঞতা প্রমাণ করে—ভ্রমণ কেবল নতুন জায়গা দেখা নয়; এটি মানুষের চিন্তা, বিশ্বাস এবং জীবনদর্শনেও গভীর প্রভাব ফেলতে পারে।

ক্যানিয়নের বক্তব্য ও অভিজ্ঞতায় স্পষ্ট, পাকিস্তান সফর তার জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে, যা তাকে নতুন এক পথের সন্ধান দিয়েছে।

আরও পড়ুন