বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায়ই পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরের নাম উঠে আসে। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিতে এখানকার পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকে। এক কোটি চল্লিশ লাখ মানুষ এই শহরটিতে দীর্ঘ ছয় মাস ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর অনুমোদিত সীমার প্রায় ২০ গুণ বেশি মাত্রার দূষিত বায়ু শ্বাসযন্ত্রে নিতে বাধ্য হয়।
এই চরম পরিস্থিতিতে পাঞ্জাব সরকার বায়ুদূষণ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অ্যান্টি-স্মোগ গান চালু করেছে। পরিবেশ সুরক্ষা বাহিনী (EPF) জানিয়েছে, প্রথমবারের মতো লাহোরের কাহনা এলাকায় পরীক্ষামূলকভাবে এই অ্যান্টি-স্মোগ গান ব্যবহার করা হয়েছে এবং এই অভিযানে এলাকার বায়ুদূষণ নাটকীয়ভাবে কমে গেছে।
এই প্রযুক্তির ব্যবহার শুরুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৬৬৬ থেকে নেমে ১৭০-এ এসেছে। পরিবেশ সুরক্ষা বাহিনী এটিকে প্রায় ৭০ শতাংশ দূষণ কমার প্রমাণ হিসেবে চিহ্নিত করেছে।
পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে যা টুইটার নামে পরিচিত ছিল) এক পোস্টে এ অভিযানের সফলতার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশে কাহনায় পরিচালিত প্রথম অ্যান্টি-স্মোগ গান অভিযান উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। উন্নত মনিটরিং সিস্টেমের মাধ্যমে এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে দূষণ কমার হার নিশ্চিত করা হয়েছে।”
পরিবেশ সুরক্ষা বাহিনী আরও জানিয়েছে, এই প্রযুক্তি বায়ুদূষণের ক্ষতিকর ভাসমান কণাগুলো দমন করে আর্দ্রকরণের মাধ্যমে বাতাসের গুণমান উন্নত করে। এই সফল পরীক্ষা পাঞ্জাব সরকারের জন্য দূষণ-মুক্ত পরিবেশ নিশ্চিত করার পথে এক আশার আলো দেখিয়েছে।
সূত্র: জিও নিউজ
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC