
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নিয়মিত সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।
শুধু তাই নয়, জয়া আহসানসহ বাংলাদেশি শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষেও মত দিয়েছেন তিনি, যা নিয়ে চলচ্চিত্র অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।
কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস মঙ্গলবার ফেসবুকে একটি প্রতিবাদী পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না। অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই জয়া যে চরিত্রটি করেছেন, সেই চরিত্রে অভিনয় করার মতো? কেন ভারতীয় জাদুঘরে তাঁর মিউজিক অ্যালবাম রিলিজ হয়? প্রযোজক-পরিচালকেরা দেশবিরোধী কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি?”
জুঁই বিশ্বাস বলিউড প্রসঙ্গ টেনে আরও বলেছেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে টালিউড এত উদার কেন?
জুঁই বিশ্বাস কেবল কলকাতা পৌরসভার কাউন্সিলর নন, তিনি কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর চেয়ারপারসনও। একই সঙ্গে তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। ব্যক্তিগতভাবে তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস টালিউডের শিল্পী-কলাকুশলীদের ফেডারেশনের সভাপতি। বোঝাই যাচ্ছে, শাসক দলে জুঁই বিশ্বাসের স্থান বেশ পোক্ত।
আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এই মুক্তির প্রাক্কালে জুঁই বিশ্বাসের এমন মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিল। তাঁর ফেসবুক পোস্টটি টালিউডের অনেক শিল্পী ও কলাকুশলীও শেয়ার করেছেন, যা এই বিতর্কের পালে হাওয়া দিয়েছে। জয়া আহসান এক যুগেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন এবং টালিউডে তাঁর জনপ্রিয়তাও যথেষ্ট। পশ্চিমবঙ্গের অনেক নামী নির্মাতা গুরুত্বপূর্ণ চরিত্রে জয়াকেই খোঁজেন।