মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনাকে ধন্যবাদ জানালেন সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Salman Mohammad Muqtadir-Yumna Zaidi
ছবি: ফেসবুক পেজ থেকে সংগৃহীত

সাম্প্রতিক সময়ে পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি তার দারুণ অভিনয় এবং ফ্যাশন সেন্সের কারণে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

সম্প্রতি তিনি এক নতুন লুকে ধরা দিয়েছেন যা মুগ্ধ করেছে নেটিজেনদের। বাংলাদেশি ঐতিহ্যবাহী শাড়িতে সেজে ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।

এই ছবিগুলো আরও বিশেষ হয়ে উঠেছে ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত একটি গানের কারণে। ইয়ুমনা নিজের পোস্টে জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের আলোচিত গান ‘অভদ্র প্রেম’ ব্যবহার করেছেন। এই গানটি তার ছবিগুলোর সঙ্গে মিশে এক নতুন মাত্রা যোগ করেছে, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

ইয়ুমনার এই পোস্ট সালমান মুক্তাদিরেরও নজর এড়ায়নি। এই পাকিস্তানি তারকার ভালোবাসা দেখে সালমান নিজেও আপ্লুত। তাই তিনি ইয়ুমনা জায়েদির ছবির কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “ধন্যবাদ ইয়ুমনা, ভালোবাসা বাংলাদেশ থেকে।”

সালমান মুক্তাদিরের এই মন্তব্য নিয়েও নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশি সংস্কৃতি এবং গানের প্রতি একজন বিদেশি তারকার এমন ভালোবাসা দেখে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন