নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করতে কুমিল্লায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ আগস্ট) নগরীর রাজগঞ্জ বাজারে এই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, সকাল ১১টায় শুরু হওয়া এই অভিযানে বিশেষ করে শাক-সবজি ও মুদি দোকানে তদারকি করা হয়।
এ সময় দেখা যায়, অনেক কাঁচামাল বিক্রেতা পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ করছেন না এবং দোকানের সামনে মূল্য তালিকাও প্রদর্শন করছেন না। এছাড়া, একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, এই অনিয়মের জন্য তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে বাজার তদারকি করা হয় এবং অনিয়মকারীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
ভোক্তা অধিদপ্তর ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং পাকা ভাউচার সংরক্ষণে বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দিয়েছে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকারের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউসার মিয়া বলেন, ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC