নিরাপত্তার স্বার্থে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতকরণে বিজ্ঞপ্তি জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং তার পাশ্ববর্তী এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এ সিন্ধান্ত গ্রহণ করে।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, “সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে এই নিরুৎসাহ প্রদান করা হয়েছে।”
এদিকে সাজেকের স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাহাড়ে আধিপত্যের লড়াইয়ে লিপ্ত থাকা উপজাতীয় আঞ্চলিক দলীয় সন্ত্রাসীরা তাদের আধিপত্য বিস্তারে বন্দুকযুদ্ধে লিপ্ত হচ্ছে।
মঙ্গলবারও সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার রাউন্ড গুলি বিনিময় করেছে। মুহুর্মুহু গুলির শব্দে স্থানীয় পুরো বাঘাইছড়ি উপজেলাজুড়ে চরম আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, এ বছরের ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় ৩ দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তা আরও দুই দফা বৃদ্ধি করার পর ৪ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সাজেকের পর্যটন কেন্দ্রগুলো।