ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

পর্তুগিজ স্ট্রাইকার রামোস এখন পিএসজিতে

Portuguese striker Ramos is now at PSG
পর্তুগিজ স্ট্রাইকার রামোস এখন পিএসজিতে। ছবি: সংগৃহীত

বেনফিকা থেকে এক বছরের ধারে পিএসজির সাথে চুক্তি করেছেন পর্তুগীজ এ্যাটাকার গনসালো রামোস। ফরাসি ক্লাব সূত্র এই ঘোষনা দিয়েছে।

পর্তুগীজ ক্লাব একাডেমি থেকে উঠে আসা ২২ বছর বয়সী রামোস গত মৌসুমে বেনফিকার হয়ে লিগের ৩০ ম্যাচে ১৯ গোল করেছেন। ২০২২ বিশ্বকাপ শেষ ষোলতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথবারের মত জাতীয় দলের মূল একাদশে খেলতে নেমে হ্যাটট্রিক করা ছাড়াও একটি এ্যাসিস্ট করেছিলেন।
পিএসজির দেওয়া এক বিবৃতিতে রামোস বলেছেন, ‘এটা আমার জন্য অত্যন্ত গৌরবের একটি মুহূর্ত। পিএসজিতে আমি দারুন কিছু সময় কাটাতে চাই। পিএসজি শুধুমাত্র বড় একটি ক্লাবই নয়, এই ক্লাবের স্কোয়াডটিও বিশ্ব সেরা।’

ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ ও স্প্যানিশ এ্যাটাকার মার্কোর আসেনসিরও মত তারকাদের পর অষ্টম খেলোয়াড় হিসেবে এবারের গ্রীষ্মে পিএসজিতে এলেন রামোস।