কুমিল্লার হোমনায় ঘারমোড়া আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা।
আজ রোববার (১৯ জানুয়ারি) হোমনা-কাশিপুর সড়কে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আমরা প্রত্যন্ত এলাকা থেকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বিদ্যালয়ে এসে পড়াশোনা করছি। আবার আমাদের বিদ্যালয় থেকে আরো ছয় কিলোমিটার দূরবর্তী উপজেলা সদরে গিয়ে এসএসসি পরীক্ষা দিতে হবে। এতে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে। তাই আমাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ঘারমোড়া আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, আমাদের পাশের কাশিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রামকৃষ্ণপুরে গিয়ে এবং আমাদের শিক্ষার্থীরা ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে হোমনা সদরে গিয়ে এসএসসি পরীক্ষা দিতে হয়। এই দুই স্কুল থেকে এবার ৩১৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে। এতো দূরে গিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের অনেক কষ্টের শিকার হতে হয়। শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আমরা দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে আমাদের স্কুলে এসএসসি কেন্দ্র দেওয়ার জন্য ২০২৪ সালেই কুমিল্লা শিক্ষাবোর্ডে আবেদন করেছিলাম। কিন্তু বোর্ড থেকে এখন জানানো হয়েছে, এবার কেন্দ্র দেওয়া সম্ভব হচ্ছে না; সামনে চিন্তা করা হবে। তাই শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দিয়েছে।
এ বিষয়ে কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালামত উল্লাহ বলেন, 'ঘারমোড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি কেন্দ্র হলে আমাদের দুই স্কুলের শিক্ষার্থীরা যাতায়াতের দুর্ভোগ থেকে রেহাই পাবে।'
এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, 'নতুন পরীক্ষা কেন্দ্র দেওয়ার এখতিয়ার শিক্ষা বোর্ডের। তারা যদি মনে করে এখানে কেন্দ্র দিবে, এতে আমাদের কোনো সমস্যা নেই।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলামকে ফোন করা হলে তারা ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC