রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার রাতে গ্যাসের গন্ধ পাওয়ার যে অভিযোগ উঠেছিল, মঙ্গলবার সকাল থেকে সেই গন্ধ আর পাওয়া যাচ্ছে না।
তিতাসের জিএম (অপারেশন) সেলিম মিয়া বলেন, গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন গ্রাহকরা চুলা জ্বালাতে পারবেন। লাইনে যে সমস্যা হয়েছিল তার সমাধান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিতাস গ্যাস সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর মহাখালী, রামপুরা, মতিঝিল, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এ নিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংকট সমাধানে এক পর্যায়ে চুলা জ্বালানোসহ সব ধরনের আগুন জ্বালানো বন্ধ রাখার পরামর্শ দেয় তিতাস কর্তৃপক্ষ।
বর্তমানে ঢাকা শহরের গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে এবং জনগণকে স্বাচ্ছন্দে গ্যাসের চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে তিতাস।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC