
পবিত্র হজ পালনে এখন পর্যন্ত ঢাকা থেকে ১১ হাজার ৬০ জন হজযাত্রী নিরাপদে পৌঁছে গেছেন সৌদি আরবে। নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। আল্লাহর দরবারে পৌঁছে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করবেন বলেও জানিয়েছেন তারা।
এদিকে, হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিসা না পাওয়া হজযাত্রীর সংখ্যা ১৯ হাজার থেকে কমে বর্তমানে ১৬ হাজারে দাঁড়িয়েছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শীঘ্রই শতভাগ হজযাত্রী তাদের ভিসা হাতে পাবেন।
হজযাত্রার তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি যাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে দেখা গেছে যাত্রার প্রস্তুতি। অনেকেই ইতোমধ্যে ইহরামের সাদা কাপড় পরে পবিত্র সফরের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। হজ ক্যাম্পের সুশৃঙ্খল পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত যাত্রীরা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পথে যাত্রা করতে পেরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
ভিসা প্রক্রিয়া নিয়ে সৌদি আরবের অফিসে কিছু হালনাগাদ কার্যক্রম চলায় সাময়িক জটিলতা সৃষ্টি হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে তা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত যেখানে ১৯ হাজার হজযাত্রীর ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল, সেখানে বৃহস্পতিবার এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে ১৬ হাজারে নেমে এসেছে।
উল্লেখ্য, চলতি হজ মৌসুমে আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট অব্যাহত থাকবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।