আগামী ১৪ আগস্ট থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী 'পবিত্র হজ ও ওমরাহ মেলা'। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে এই মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, "এটি আমাদের একটি বড় আয়োজন। আমরা আশা করছি, এই মেলার মাধ্যমে হজযাত্রীরা আগামী বছরের হজের নিবন্ধনের বিষয়ে সরাসরি বিভিন্ন ব্যাংক, এয়ারলাইন্স এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।"
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়াও, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব নাসরীন জাহান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ফরিদ আহমেদ মজুমদার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC