রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মাছটি ১ লাখ ৪ হাজার টাকায় বিক্রি হয়, যা স্থানীয় মাছ বাজারে এক বিরল ঘটনা।
জানা গেছে, পদ্মা নদীর চরকর্নেশনা কলাবাগান এলাকায় ভোরবেলায় মাছ ধরতে গিয়েছিলেন জেলে জীবন হালদার ও তার সঙ্গীরা। ফজরের আজানের আগে জাল তুলতেই তাদের জালে ধরা পড়ে এই বিশাল ঢাই মাছটি। সকালে জীবন হালদারের ছেলে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে আনু খাঁ’র আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় মাছটি কিনে নেন। সম্রাট শাজাহান শেখ জানান, এই ঢাই মাছটি খুবই সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই তিনি প্রায় ১ লাখ ৪ হাজার টাকায় মাছটি কিনেছেন এবং এটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে এত বড় আকারের ঢাই মাছ পাওয়া খুবই বিরল। সাধারণত এত বড় মাছ খুব কমই দেখা যায়। এই মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানীতে এর ব্যাপক চাহিদা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC