রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এক পত্রের মাধ্যমে উপাচার্যের কাছে চাকরি থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
সোমবার (১৪ অক্টোবর) উপাচার্য বরাবর এক পত্রের মাধ্যমে রেজিস্ট্রার উল্লেখ্য করেন, ‘রেজিস্ট্রার পদে আমার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমি ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে রেজিস্ট্রার পদের দায়িত্ব হতে পদত্যাগ/অব্যাহতি গ্রহণ করলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে দায়িত্ব পালনকালীন সময়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে যে সার্বিক সহযোগিতা পেয়েছি, সে জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
পত্রে তিনি চুক্তিভিত্তিক চাকরি থেকে অব্যাহতি প্রদানের জন্য উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীকে সবিনয় অনুরোধ করেন।
এইদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।
এর আগে, বেরোবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর কাছে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীকে অপসারণের দাবি জানিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC