শুধু পড়ালেখা করলেই হবে না। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদেরকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা হাজী মাস্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথাগুলো বলেন।
ইউএনও মাহমুদা জাহান আরো বলেন পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক মেধা বিকশিত করতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুবিন আখন্দ। শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী সামিয়া ইসলাম।
এতে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি ও দাতা সদস্য হাজী মাস্টার মোঃ রেহান উদ্দিন আখন্দ।
এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মোঃ আবুল খায়ের আখন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা সদর হসপিটালের কনসালটেন্ট ডাঃ গোলাম সারওয়ার সরকার, কুমিল্লা সদর হসপিটালের কনসালটেন্ট ডাঃ মুহাম্মদ আবুল বাশার আখন্দ, ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ আল-আমিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, হাজী আইয়ুব খান পাঠান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এস.এম. শাহীনুর ইসলাম, ডাঃ মোঃ মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতার সহধর্মিণী শিরিনা আক্তার, মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ জামাতুল ইসলাম, মাস্টার মোঃ জসিম উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, ঈমাম উদ্দিন আখন্দ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার এবং শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন অতিথিবৃন্দরা। সবশেষে দোয়া ও মোনাজাত এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC