
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বিজয়মেলা। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন নোয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলার সম্মানিত পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষভাবে সহায়ক ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বিজয় দিবসের ইতিহাস ও মূল্যবোধ তরুণদের মাঝে তুলে ধরতে বিজয়মেলার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মেলায় দেশীয় পণ্য, শীতকালীন পিঠা, হস্তশিল্পসহ প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করছে।
এদিকে মেলার সময়সীমা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন বিভিন্ন নারী উদ্যোক্তা ও আগত দর্শনার্থীরা। তাদের মতে, মেলার সময় বাড়ানো হলে উদ্যোক্তারা আরও ভালোভাবে তাদের পণ্য উপস্থাপনের সুযোগ পাবেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগত দর্শনার্থীরা মেলায় আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, বিজয়মেলাটি আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC