
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী বাসস্ট্যান্ড সংলগ্ন কালাপোল ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, জঙ্গি, মাদক ব্যবসায়ীসহ সমাজবিরোধী বিভিন্ন অপরাধীকে গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এর অংশ হিসেবে জঙ্গি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, ধর্ষণকারী ও বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে র্যাব-১১ অব্যাহত তৎপরতা চালিয়ে যাচ্ছে।
অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ মাফু আলম (৩০), মিনতী বেগম (৩৫) ও আল্পনা (২২)
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১২.৫ (বারো কেজি পাঁচশত গ্রাম) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়—গ্রেফতারকৃত মোঃ মাফু আলম (৩০), পিতা- বাবুল মিয়া, মাতা- রেহেনা; ঠিকানা—গাজীপুর (জগন্নাথপুর, কুমিল্লা আদর্শ সদর পল্লী), থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা।
মিনতী বেগম (৩৫), পিতা- মন্টু, মাতা- মৃত রাশেদা বেগম, স্বামী- মোশারফ হোসেন।
আল্পনা (২২), পিতা- আলকাস আক্কাস, মাতা- বেগম; ঠিকানা—মমিনাকান্দা (গাড়িয়াল বাড়ী), ৬নং পাটোরিয়া ইউপি, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে নোয়াখালী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১’র অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










