রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে CoEN-এর রঙিন দেয়াল গ্রাফিতি

মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে CoEN-এর রঙিন দেয়াল গ্রাফিতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে CoEN-এর রঙিন দেয়াল গ্রাফিতি/ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিবেশবিষয়ক ক্লাব ‘Coastal Environmental Network (CoEN)’। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে রঙিন পরিবেশবান্ধব গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে পরিবেশ রক্ষার বার্তা।

শনিবার ( ২৫ অক্টোবর) সকালে ক্লাবের সদস্যরা নোবিপ্রবির হযরত বিবি খাদিজা হল ও নোবিপ্রবি কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দেয়ালে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও টেকসই জীবনধারার আহ্বানবাহী নানা গ্রাফিতি আঁকেন। রঙের ছোঁয়ায় ফুটে ওঠে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক আহ্বান। গ্রাফিতিগুলোর মধ্যে ছিল বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরা কয়েকটি সচেতনতামূলক বার্তা।
গ্রাফিতিতে স্থান পায় “We are melting away,We need human change, not climate change,এবং Less plastic, save life” সংবলিত স্লোগান।

এই বার্তাগুলো বর্তমান বৈশ্বিক পরিবেশ সংকটের প্রতিফলন ঘটায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা।

Coastal Environmental Network (CoEN) এর জেনারেল সেক্রেটারি সায়েরা তাহসিন দিশা বলেন, “আমরা চাই নোবিপ্রবি শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব ও সচেতন প্রজন্ম গঠনের একটি উদাহরণ হয়ে উঠুক। তাই চিত্রকলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিয়েছি।”

কোয়েনের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাসুদুর রহমান সৈকত জানান, “আমাদের চারপাশে প্রতিনিয়ত যে পরিবেশ বিপর্যয় ঘটছে, তা রোধে এখনই সচেতনতা তৈরি করা জরুরি। এই গ্রাফিতিগুলোর মাধ্যমে আমরা সবাইকে ভাবতে উৎসাহিত করতে চাই— আমরা কি সত্যিই আমাদের পৃথিবীকে রক্ষা করছি?”

CoEN-এর সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর, সবুজ ও সচেতন ক্যাম্পাসে পরিণত করতে তারা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাবে।এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছে ‘জুলাই–২৪’।

নোবিপ্রবির শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শুধু বিশ্ববিদ্যালয়ের দেয়ালেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি শিক্ষার্থীর চিন্তা ও জীবনাচরণেও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে।

উল্লেখ্য, Coastal Environmental Network (CoEN) নোয়াখালী ও এর আশেপাশের মানুষের পরিবেশের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং এইসব সমস্যা মোকাবেলা করার জন্য ক্যাম্পেইনসহ নানামুখী সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

আরও পড়ুন