ডিসেম্বর ১৯, ২০২৪

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালী জেলা স‌মি‌তির সভা অনু‌ষ্ঠিত

Rising Cumilla - Noakhali district committee meeting held
ছবি: প্রতিনিধি

নোয়াখালী জেলা স‌মি‌তির, ঢাকার আহ্বায়ক ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (১৮ ডি‌সেম্বর ) রাতে রাজধানীর নয়াপল্ট‌নের রূপায়ন তাজ টাওয়া‌রে স‌মি‌তির নিজস্ব কার্যাল‌য়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপ‌তিত্ব ক‌রেন স‌মি‌তির আহ্বায়ক এম এ খান বেলাল। এসময় বক্তারা, দলম‌তের ঊর্ধ্বে উ‌ঠে ও ভেদা‌ভেদ ভু‌লে নোয়াখালীবাসীর উন্নয়নে সবাই‌কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বেশ ক‌য়েক‌টি সিদ্ধান্ত গৃহীত হয়।

এরম‌ধ্যে নতুন আজীবন সদস্য সংগ্রহ করা, নির্বাচন সফল কর‌তে স‌মি‌তি‌তে নতুন সদদ্য সংখ্যা বাড়া‌নো, গঠনতন্ত্র সং‌শোধন করা, অ‌ডিট ক‌মি‌টি গঠন ও এ‌জিএ‌মের তা‌রিখ নির্ধারণ করা, নির্বাচন ক‌মিশন গঠন ও অ‌ফিস সহকারী নি‌য়ো‌গের সিদ্ধান্ত হয়।

উ‌ল্লেখ্য, এম এ খান বেলা‌ল‌কে আহ্বায়ক ক‌রে গ‌ঠিত নতুন আহ্বায়ক ক‌মি‌টি‌তে কোন সদস্য স‌চিব রাখা হয়‌নি। এই কমিটিতে কোন সদস্য সচিব নেই। এম এ খান বেলাল ভাই আহবায়ক, বাকি সবাই সদস্য।